ইসলাম অবমাননার অভিযোগে ৮ ব্লগারের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল আদালত
=========================
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, আসিফ মহিউদ্দিনসহ আট ব্লগারের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়েরের পর বিচারক তা খারিজ করে দিয়েছেন।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন এম এ হামিদ নামে নগরীর টেরিবাজারের এক কাপড় ব্যবসায়ী।
আট ব্লগার হলেন, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, ইব্রাহিম খলিল সবাক, আসিফ মহিউদ্দিন, আশরাফুল ইসলাম,রাতুল দেব নাথ, আরিফুর রহমান ও মামুনুর রশিদ।
বাদির আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের বলেন, ব্লগাররা তাদের ব্লগে লেখালেখির মাধ্যমে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে বাদির ধর্ম বিশ্বাসে আঘাত করেছেন। এজন্য তিনি দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলাটি দায়ের করেছেন।
বুধবার দুপুরে মামলার অভিযোগ আদালতে দাখিলের পর বিচারক বাদির জবানবন্দি নেন এবং বিকেলে মামলাটি খারিজ করে দেন।
By: Daily Naya Diganta
=========================
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, আসিফ মহিউদ্দিনসহ আট ব্লগারের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়েরের পর বিচারক তা খারিজ করে দিয়েছেন।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন এম এ হামিদ নামে নগরীর টেরিবাজারের এক কাপড় ব্যবসায়ী।
আট ব্লগার হলেন, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, ইব্রাহিম খলিল সবাক, আসিফ মহিউদ্দিন, আশরাফুল ইসলাম,রাতুল দেব নাথ, আরিফুর রহমান ও মামুনুর রশিদ।
বাদির আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের বলেন, ব্লগাররা তাদের ব্লগে লেখালেখির মাধ্যমে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে বাদির ধর্ম বিশ্বাসে আঘাত করেছেন। এজন্য তিনি দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলাটি দায়ের করেছেন।
বুধবার দুপুরে মামলার অভিযোগ আদালতে দাখিলের পর বিচারক বাদির জবানবন্দি নেন এবং বিকেলে মামলাটি খারিজ করে দেন।
By: Daily Naya Diganta
No comments:
Post a Comment