আল-জাজিরাকে পররাষ্টমন্ত্রী দিপু মনির
ক্ষোভ প্রকাশ ! এই হলো বাংলাদেশে সংবাদ পত্রের
স্বাধীনতা! গোলাম আজমকে নিয়ে রিপোর্ট
করার পর আল-জাজিরা সাংবাদিক নিকোলাস
হককে বাংলাদেশ থেকে বের করে দেয়া হয়।
এরপর যখন সরকারের নির্যাতনের চিত্র
তুলে ধরেন তিউনিসিয়া বিপ্লব কাভার করা সাহসী সাংবাদিক জামাল এল শাইয়্যান,
ঠিক তখনই তথ্যমন্ত্রী ইনু আল-
জাজিরাকে সরকার থেকে শাসিয়ে দেন! সেই
বিপ্লবী সেনানায়ক এর প্রতি পক্ষপাতিত্ব এর
অভিযোগ তুলেন! তিনি স্পষ্ট ভায়ায় প্রতিবাদ
করে বলেছেন তার কাজ হলো খবরের সত্যতা যাচাই করে সেটা প্রকাশ করা!
ঠিক এই মূহূর্ত যখন আন্তর্জাতিক মিডিয়া সত্য
কোন খবর পাচ্ছে না বাংলাদেশ থেকে! তখন
আল-জাজিরা বাংলাদেশে তাদের সাংবাদিক
পাঠায়! নিরপত্ত্বার অভাবে তার পরিচয়
গোপন রাখে। আল-জাজিরা ঠিকই টের পেয়েছে বাংলাদেশে আসন্ন একটি বিপ্লব
আসছে! তারা এই ইতিহাসের সাক্ষী হতে চায়।
সেনাবাহিনী নামানো সহ এক্সক্লুসিভ কিছু
ভিডিও তারা সংগ্রহ করে সংবাদ পরিবেশন
করে! আর এতেই ক্ষেপে যায় সরকার। দিপু
মণি চিঠি পাঠায়! কিন্তু হায়! এ তো বাংলাদেশের পোষা মিডিয়া নয়। বরং আল-
জাজিরা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দোষ
না থাকলে সরকারের এত ভয় কেন?
সত্য প্রকাশে আপোষহীন আল-জাজিরা। বিভিন্ন
কৌশলে তাদের বসে আনার
চেষ্টা করছে সরকার। তারপরও আমরা আশাবদী তারা সত্যের পথ থেকে বিচ্যুত
হবে না! আসুন বাংলাদেশের আপডেট
পেতে দেশীয় মিডিয়া বর্জন করে আল-
জাজিরার সাথে থাকি। ইনশায়াল্লাহ আসন্ন
বিপ্লবে আমাদের বিজয় আসেবই।
ক্ষোভ প্রকাশ ! এই হলো বাংলাদেশে সংবাদ পত্রের
স্বাধীনতা! গোলাম আজমকে নিয়ে রিপোর্ট
করার পর আল-জাজিরা সাংবাদিক নিকোলাস
হককে বাংলাদেশ থেকে বের করে দেয়া হয়।
এরপর যখন সরকারের নির্যাতনের চিত্র
তুলে ধরেন তিউনিসিয়া বিপ্লব কাভার করা সাহসী সাংবাদিক জামাল এল শাইয়্যান,
ঠিক তখনই তথ্যমন্ত্রী ইনু আল-
জাজিরাকে সরকার থেকে শাসিয়ে দেন! সেই
বিপ্লবী সেনানায়ক এর প্রতি পক্ষপাতিত্ব এর
অভিযোগ তুলেন! তিনি স্পষ্ট ভায়ায় প্রতিবাদ
করে বলেছেন তার কাজ হলো খবরের সত্যতা যাচাই করে সেটা প্রকাশ করা!
ঠিক এই মূহূর্ত যখন আন্তর্জাতিক মিডিয়া সত্য
কোন খবর পাচ্ছে না বাংলাদেশ থেকে! তখন
আল-জাজিরা বাংলাদেশে তাদের সাংবাদিক
পাঠায়! নিরপত্ত্বার অভাবে তার পরিচয়
গোপন রাখে। আল-জাজিরা ঠিকই টের পেয়েছে বাংলাদেশে আসন্ন একটি বিপ্লব
আসছে! তারা এই ইতিহাসের সাক্ষী হতে চায়।
সেনাবাহিনী নামানো সহ এক্সক্লুসিভ কিছু
ভিডিও তারা সংগ্রহ করে সংবাদ পরিবেশন
করে! আর এতেই ক্ষেপে যায় সরকার। দিপু
মণি চিঠি পাঠায়! কিন্তু হায়! এ তো বাংলাদেশের পোষা মিডিয়া নয়। বরং আল-
জাজিরা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দোষ
না থাকলে সরকারের এত ভয় কেন?
সত্য প্রকাশে আপোষহীন আল-জাজিরা। বিভিন্ন
কৌশলে তাদের বসে আনার
চেষ্টা করছে সরকার। তারপরও আমরা আশাবদী তারা সত্যের পথ থেকে বিচ্যুত
হবে না! আসুন বাংলাদেশের আপডেট
পেতে দেশীয় মিডিয়া বর্জন করে আল-
জাজিরার সাথে থাকি। ইনশায়াল্লাহ আসন্ন
বিপ্লবে আমাদের বিজয় আসেবই।
No comments:
Post a Comment