কাল বিএনপি ও জামায়াতের বিক্ষোভ সমাবেশ
আজ মঙ্গলবার হরতাল শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন।
তিনি আরো জানান, গণহত্যায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে আগামী ৯ মার্চ বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা আদায় করা হবে।
রিজভী দাবি করেন, গতকাল সোমবার ও আজ সারা দেশে তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সরকারি সন্ত্রাসী বাহিনীর হামলায় চার শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া ওই দুই দিনে ৯ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে বিএনপির এই নেতা অভিযোগ করেন।
অন্যদিকে মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সারা দেশে গণহত্যার প্রতিবাদে ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বুধবার সারা দেশে বিক্ষেভ করবে জামায়াতে ইসলামী। এদিন বাধা দিলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে পারে দলটি।
তিনি বলেন, আগামীকাল (বুধবার) দেশব্যাপী গণবিােভ কর্মসূচি ঘোষণা করছি। আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে কিংবা নিরীহ জনগণের ওপর গুলি চালালে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
No comments:
Post a Comment