মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে পারবে না সরকার : তরিকুল ইসলাম
যশোর অফিস
বিএনপি
জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, পাক
হানাদার বাহিনীর মতো নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে মারছে সরকারের
পেটোয়া বাহিনী। পৃথিবীর কোনো স্বৈরশাসক নিরস্ত্র মানুষকে হত্যা করে ক্ষমতায়
টিকিয়ে থাকতে পারেনি। এই সরকারও পারবে না। তিনি বলেন,সরকারের বিদায় ঘন্টা
বেজে গেছে।তরিকুল ইসলাম বুধবার বিকেলে শহরের ভৈরব চত্বরে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সারাদেশে গণহত্যা, গণগ্রেফতারের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়।
সমাবেশে তরিকুল ইসলাম গতকাল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের কর্মসূচি গুলি করে পন্ড করে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মঙ্গলবারের হরতালে জনসমর্থন এবং সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের নীরব প্রতিবাদ দেখে মতাসীনরা ঘাবড়ে গেছে। তারা বুঝে ফেলেছেÑসরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। সে কারণে জনগণের ওপর গুলি চালিয়ে মসনদ রা করতে মরিয়া হয়ে উঠেছে সরকার।
তিনি বলেন, এই সরকার কয়েকদিনে প্রতিবাদী শতাধিক লোককে গুলি করে মেরে ফেললেও কর্পোরেট পুঁজির দালাল বুদ্ধিজীবীরা একে গণহত্যা বলতে নারাজ। কথিত ওইসব বুদ্ধিজীবী অন্ধ হয়ে গেছেন বলে তিনি মন্তব্য করেন।
তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেসব তৎপরতা চলেছে, তার প্রতিটির সঙ্গে আওয়ামী লীগ জড়িত। কিছুদিন আগে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলায়ও আওয়ামী লীগ নেতাকর্মীরাই জড়িত ছিল বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি আগের মতো ভূমিকা রাখবে। প্রয়োজনে পাড়া-মহল্লায় কমিটি গঠন করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মোহাম্মদ নূরুন্নবী, আবিদুর রহমান কুয়াশা, শাহজাহান আলী, ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
No comments:
Post a Comment