দর্শক সংখ্যা

Thursday, March 21, 2013

মানবকল্যাণে ইসলামি অর্থনীতি



মানবকল্যাণে ইসলামি অর্থনীতি
আবু হেনা মোস্তফা কামাল
ইসলাম আল্লাহ মনোনীত একমাত্র ধর্মদর্শন। ইসলামে তাই রয়েছে ইহ-পরকাল উভয় জাহানের মুক্তি ও কল্যাণ। ইসলাম সে হিসেবে একটি জীবন ব্যবস্থাও বটে। এ ব্যবস্থা সামস্টিক, অখণ্ডিত। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য ব্যবস্থার সমন্বয়ে নির্মিত হয়েছে ইসলামের সামগ্রিক ও সমন্বিত জীবনব্যবস্থা।  ইসলামী জীবনব্যবস্থার ব্যবস্থাপনাও সামষ্টিক এবং সমন্বিত।  সামাজিক ব্যবস্থা (Social System), পারিবারিক ব্যবস্থা (Family System), নৈতিক ব্যবস্থা (Moral System), অর্থনৈতিক ব্যবস্থা (Economic System) ইত্যাদি এ সামষ্টিক ব্যবস্থার অন্তর্ভুক্তইসলামী বিধিবিধানের প্রাচুর্যে ইসলামী জীবনব্যবস্থা পরিপূর্ণতা লাভ করেছেজীবনব্যবস্থা হিসেবে ইসলামের এটি একটি বৈশিষ্ট্যএ দিক বিবেচনায় ইসলাম অনন্য বৈশিষ্ট্যের দাবিদার

ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা সামগ্রিক জীবনব্যবস্থার অন্তর্গত একটি ব্যবস্থাইসলামী জীবনদর্শনের মৌল চেতনার আলোকে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা পরিগঠিতইসলামের কিছু মৌলিক শিক্ষা ও মূল্যবোধ ইসলামী অর্থনীতির আসল উপাদানইসলামী অর্থনীতি মূল্যবোধ-নিরপেক্ষ বিষয় নয়ইসলামী জীবন দর্শন থেকে উৎসারিত ইসলামী অর্থনীতি ইসলামী মূল্যবোধ দ্বারা বিকশিত হয়েছেইসলামের মৌলিক শিক্ষা ও মূল্যবোধ অর্থনীতির মৌলিক উপাদান

বিশ্বের সব অর্থনৈতিক ব্যবস্থা কোনো না কোনোভাবে কিছু সামাজিক, নৈতিক অথবা ধর্মনিরপেক্ষ মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছেমূল্যবোধগুলো অর্থনৈতিক ব্যবস্থাসমূহকে টেকসই করে রেখেছেদেশের রাষ্ট্রশক্তি বা সরকার এ মূল্যবোধগুলো রক্ষা করেসব অর্থনৈতিক পদ্ধতির জন্য মূল্যবোধগুলোর অপরিহার্যতা রয়েছেএগুলো ছাড়া অর্থনৈতিক ব্যবস্থা টিকে থাকতে পারে নাঅথবা অর্থনৈতিক ব্যবস্থার ভিত মজবুত হয় না


ইসলামী অর্থনীতিবিদগণের মতে শুধু বস্তুগত কল্যাণ ইসলামী অর্থনীতির উদ্দেশ্য নয়সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনার মাধ্যমে বস্তুগত ও আধ্যাত্মিক কল্যাণ সাধন করা ইসলামী অর্থনীতির অন্যতম লক্ষ্যঅ্যাডাম স্মিথ, রিকার্ডো ম্যালথাস অর্থনীতিতে ক্লাসিক্যাল অ্যানালিসিস করেনতাদের অ্যানালিসিসকে অর্থনীতিতে ইতিবাচক বিশ্লেষণ হিসেবে বিবেচনা করা হয়আলফ্রেড মার্শাল নামক আরেকজন অর্থনীতিবিদের মতে সাধারণ অর্থনীতি বিজ্ঞান হচ্ছে সাধারণ মানুষের জীবন সমস্যার বিশ্লেষণতার মতে মানুষের আচরণ, ব্যবহার এবং কর্মধারাই অর্থনৈতিক বিশ্লেষণের বিষবস্তুমানুষের প্রয়োজন এবং স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ক্রিয়াকর্মই অর্থনীতি শাস্ত্রের বিবেচ্য বিষয়ক্লাসিক্যাল অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ছিল একটি মূল্যবোধনিরপেক্ষ বিশ্লেষণঅন্য দিকে ইসলামী অর্থনীতি মূল্যবোধভিত্তিক বিশ্লেষণের প্রতি গুরুত্ব আরোপ করেনিঃসন্দেহে ইসলামী অর্থনীতি মূল্যবোধ-নিরপেক্ষ নয়ইসলামের শিক্ষা ও মূল্যবোধ ইসলামী অর্থনীতির আসল ভিত্তি

ড. এম উমর চাপরা, ড. এম নেযাতুল্লাহ সিদ্দিকী, এম আনাস জারকা প্রমুখ ইসলামী অর্থনীতিবিদ মনে করেন অপর্যাপ্ত সম্পদএবং সীমাহীন প্রয়োজনএরূপ পরিস্থিতিতে মানুষের আচরণ ও প্রতিক্রিয়া কেমন হবে অথবা কেমন হওয়া উচিত এ সম্পর্কে আলোচনা হওয়া ইসলামী অর্থনীতির প্রতিপাদ্য বিষয়ইসলামী অর্থনীতিবিদরা আরো মনে করেন, সম্পদ আল্লাহতায়ালার আমানতসম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে এবং মানুষের কল্যাণে নিয়োজিত করতে হবেইসলামী অর্থনীতিতে মানবকল্যাণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বিষয়ইসলামী অর্থনীতি সব প্রকার অর্থনৈতিক শোষণ ও জুলুমের অবসান ঘটিয়ে সুবিচার প্রতিষ্ঠা করতে চায়

ইসলামী অর্থনীতি নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত 
এক. ইসলামী অর্থনীতি কুরআন ও সুন্নাহভিত্তিক পবিত্র কুরআন মাজিদ রাসূলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহর শিক্ষা ও আদর্শ দ্বারা ইসলামী অর্থনীতি ঐশ্বর্যমণ্ডিত 
দুই. ইসলামী অর্থনীতি সার্বজনীন সব যুগের সব মানুষের অধিকার পূরণের কথা বলা হয়েছেএখন পর্যন্ত ইসলামী অর্থনীতির মৌলিক কোনো নীতিমালা অকার্যকর অথবা অকল্যাণকর প্রমাণ করা যায়নি 
তিন. সাম্য ইসলামী অর্থনীতির সাম্যবাদী রূপ সব মহলে প্রশংসার দাবিদারএতে ধনী-গরিব, আশরাফ-আতরাফ, আরব-অনারব, শাসক-শাসিত ইত্যাদি শ্রেণীর মানুষের হক, অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে 
চার. মানবকল্যাণ সর্বাধিক মুনাফা অর্জন নয় অথবা সম্পদ কুক্ষিগত করা নয়­ মানবকল্যাণ নিশ্চিত করা ইসলামী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য 
পাঁচ. ইসলামী অর্থনীতিতে সম্পদ আমানতসম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং মানবকল্যাণে নিয়োজিত করতে হবে 
ছয়. সুদের মূলোৎপাটন ইসলামে সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে 
সাত. সম্পদ পুঞ্জীভূতকরণ ইসলাম একে নিরুৎসাহিত করে সম্পদের সুষম বণ্টনের ওপর গুরুত্ব আরোপ করেছে 
আট. প্রবৃদ্ধি অর্জন ইসলামী অর্থনীতিতে সব প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব দেয়া হয়েছে

ইসলামী অর্থনীতি রাসূলুল্লাহ সাঃ-এর শাসনামলে একটি অবয়ব লাভ করেরাসূল সাঃ প্রতিষ্ঠিত মদিনার কল্যাণ রাষ্ট্রের অর্থসংক্রান্ত প্রশাসন অনেকগুলো বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলকুরআন-সুন্নাহভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন লক্ষ করা যায় রাসূল সাঃ প্রতিষ্ঠিত মদিনার জনকল্যাণমূলক সেই রাষ্ট্রটিতেমদিনার কল্যাণ রাষ্ট্রের অর্থ প্রশাসন যথেষ্ট সুসংহত ও মজবুত ছিলইসলামের শিক্ষা ও মূল্যবোধ মদিনা রাষ্ট্রের অর্থব্যবস্থার আসল ভিত্তি ছিলইসলামের সূচনা লগ্নে মদিনা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে একটি মডেল হিসেবে বিবেচনা করা যায়

রাসূলুল্লাহ সাঃ-এর শাসনামলে পবিত্র কুরআন- সুন্নাহর আলোকে ইসলামী অর্থনীতি যে অবয়ব লাভ করে তার সংক্ষেপ রূপকে অথবা উল্লেখযোগ্য দিকগুলো এভাবে প্রকাশ করা যায়

-
সম্পদ জীবনের উদ্দেশ্য নয়ঃ ইসলামী অর্থনীতিতে অর্থ জীবনের জন্য অপরিহার্য হলেও তা জীবনের উদ্দেশ্য নয়অন্য দিকে জীবনের দারিদ্র্য কাম্য নয়এ সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেছেন, দারিদ্র্য মানুষকে কুফরের দিকে নিয়ে যায় (তিরমিজি)

-
উপার্জন করাঃ ইসলামী অর্থনীতি মানুষকে উপার্জনক্ষম হওয়ার আহবান জানায়ইসলাম হালাল পন্থায় উপার্জন করাকে ফরজ করেছে এবং নিজ হাতের উপার্জনকে শ্রেষ্ঠ রোজগার হিসেবে উৎসাহিত করেছেরাসূল সাঃ ইরশাদ করেন, হালাল রুজি সংগ্রহ করা ফরজের পর ফরজ। (মিশকাত)

-
সম্পদ ব্যবহারঃ ইসলামী অর্থনীতিতে সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছেএ ক্ষেত্রে ইসলামের আহ্বান হলো মানুষ সব সম্পদকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের এবং অন্যের কল্যাণে নিয়োজিত করবেকুরআন মাজিদে ইরশাদ হয়েছে আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করোদুনিয়া হতে তোমার অংশ ভুলো না... (সূরা কাসাস, আয়াত ৭৭/২৮ : ৭৭)এর মর্মার্থ হলো বৈধভাবে সম্পদ অর্জন ও ব্যয় করতে এবং আখিরাতের জন্য পুণ্য সঞ্চয় করতে বলা হয়েছে
- সুদবিহীন অর্থনীতিঃ রাসূলুল্লাহ সাঃ-এর অর্থনীতির আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সুদবিহীন অর্থনীতিইসলাম সুদ-ঘুষ হারাম ঘোষণা করেছেইসলাম সুদকে শুধু নিষিদ্ধ করেনি, সুদের কারবারিদের প্রতি জিহাদ ঘোষণার আহ্বান জানানো হয়েছেরাসূলুল্লাহ সাঃ-এর সময়ে সুদের মতো সব ধরনের শোষণের উপায় উপকরণকে নিষিদ্ধ করা হয়েছেঘুষ প্রসঙ্গে রাসূল সাঃ বলেছেন, ঘুষ গ্রহণকারী ও ঘুষদাতা উভয়ে দোজখে যাবে

-
অর্থনেতিক কর্মকাণ্ডে অংশগ্রহণঃ রাসূল সাঃ-এর যুগে সব প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তউৎপাদন, বিনিয়োগ, আয়, ব্যয়, ভোগ ইত্যাদি সব ক্ষেত্রে ইসলামের মৌল চেতনার প্রভাব বিদ্যমান ছিলতৎকালে উৎপাদনের প্রতি এতই গুরুত্ব আরোপ করা হয় যে, জমাজমি পতিত অবস্থায় রাখতে ইসলামে নিষেধ করা হয়েছেজমি পতিত অবস্থায় ফেলে রাখায় হজরত উমর রাঃ সাহাবী হজরত বিলাল বিন হারেছ নূজানি হতে তা ফেরত নিয়েছিলেন। (কিতাবুল খারাজ)রাসূল সাঃ আরো বলেছেন, যে ব্যক্তি কোনো মালদার ইয়াতিমের অভিভাবক হয়েছে সে যেন তা দ্বারা ব্যবসা করে এবং তা ফেলে না রাখে।....(তিরমিজি)
- সম্পদ পুঁজিকরণঃ রাসূলুল্লাহ সাঃ সম্পদ পুঁজীকরণ সমর্থন করতেন নাএ ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে বিত্তবানদের সম্পদে গরিব দুস্থদের হক রয়েছেএ কারণে ইসলাম মনে করে সম্পদ যেন পুঞ্জীভূত না হয়ে গরিবদের মধ্যে আবর্তিত হয়পবিত্র কুরআন মাজিদে ইরশাদ হয়েছে বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন তা হতে ব্যয় করবে (সূরা তালাক, আয়াত ৭/৬৫:৭)রাসূলুল্লাহ সাঃ বলেছেন, ‘তাদের জন্য সুসংবাদ, যারা সৎপথে অর্থ রোজগার করে এবং তা হতে ব্যয় করে
 - অবৈধভাবে অন্যের মাল গ্রহণঃ অন্যায়ভাবে কারোর অর্থ সম্পদ গ্রাস অথবা আত্মসাৎ করা ইসলাম সমর্থন করে নাএ জন্য ইসলামে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছেরাসূলুল্লাহ সাঃ বলেছেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমিন গ্রহণ করেছে কিয়ামতের দিন তার সাত তবক জমিন তার ঘাড়ে শিকলরূপে পরিয়ে দেয়া হবে। (বুখারি, মুসলিম)তিনি আরো বলেন, সাবধান! কারো মাল হালাল নয় তার মনের সন্তোষ ব্যতীত। (বায়হাকি)

-
উপার্জিত সম্পদ ভোগ:  উপার্জনকারী উপার্জিত সম্পদের স্বত্বাধিকারী হলেও উপার্জনকারীকে এককভাবে সম্পদ ভোগ করার নিরঙ্কুশ অধিকার দেয়া হয়নিব্যক্তির উপার্জিত সম্পদ দ্বারা গরিব দুস্থদের সাহায্য করা, প্রতিবেশী আত্মীয়দের হক আদায় করার বিধান রয়েছেরাসূলুল্লাহ সাল্লাল্লহু  বলেছেন প্রত্যেক মুসলমানের পক্ষে দান করা ওয়াজিবতিনি আরো বলেছেন: সে যেন নিজের হাতে উপার্জন করে, অতঃপর নিজেকে লাভবান করে এবং অন্যকেও দান করে (বোখারি, মুসলিম)অন্য একটি হাদিসের বর্ণনা এরূপ-  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম  বলেছেন নিশ্চয় তোমাদের মালে মানুষের হক রয়েছে জাকাত ছাড়াও’ (তিরমিজি, ইবনে মাজাহ)
- খাদ্য মজুদ:  দুষ্প্রাপ্যতার সময় মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে খাদ্য মজুদ ইসলামে নিষিদ্ধ করা হয়েছেরাসূলুল্লাহ সাঃ বলেছেন, ‘যে ব্যক্তি এহতেকার করে সে পাপীফকিহগণের মতানুযায়ী এহতেকারের ফলে দেশে সঙ্কট দেখা দিলে এহতেকারকারীর নিজের ও তার পরিবারের পক্ষে আবশ্যক খাদ্যশস্য রেখে বাকি শস্য বিক্রি করে দেয়ার নির্দেশ জারি করা সরকারের কর্তব্যইসলামের ইসরাফ (Overuse) এবং তাবজির (Misuse) সম্পর্কে কঠোর হুঁশিয়ারি এবং মজুদকারীর (Hoarding) জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে
 - অপব্যয় ও অপচয় না করা:  অপব্যয় অথবা অপচয় করা ইসলামে নিষিদ্ধ করা হয়েছেইসলামী অর্থনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ নীতিহালাল ভোগ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় অথবা সীমালঙ্ঘন এবং বৈধ কাজে সীমালঙ্ঘন অথবা প্রয়োজনাতিরিক্ত ব্যয় ইসলামে নিষিদ্ধরাসূলুল্লাহ সাঃ বর্ণিত একটি হাদিসের বিবরণ এরূপঃ যা ইচ্ছা খেতে পারো এবং যা ইচ্ছা পরিধান করতে পারো যদি না তোমাকে স্পর্শ করে অপব্যয় ও গর্ব। (বুখারি)
বিশ্বের তিনটি অন্যতম অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা করা হলে দেখা যায় পুঁজিবাদ শোষণের মাধ্যমে মুনাফা অর্জনকে উৎসাহিত করেসমাজতন্ত্র যেখানে ব্যক্তিস্বাধীনতা বা গণতান্ত্রিক মূল্যবোধ চরমভাবে উপেক্ষিততবে পুঁজিবাদ বা সমাজতন্ত্রে কোনোটির ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধের গুরুত্ব প্রদান করা হয়নিপ্রখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি মূল্যবান মন্তব্য প্রণিধানযোগ্যতিনি তার মন্তব্যে বলেনঃ "I dislike communism becuase it is undemocratic and captitalism becuse it favours exploitation." অর্থাৎ আমি সমাজতন্ত্র পছন্দ করি না; কেননা তা অগণতান্ত্রিক এবং আমি পুঁজিবাদকেও পছন্দ করি না; কেনন তা শোষণকে প্রশ্রয় দেয়।
সমকালীন বিশ্ব একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার জন্য উদগ্রীব হয়ে আছেইসলাম  New Economic order হিসেবে শোষিত বঞ্চিত জনগোষ্ঠীর প্রাণের দাবিকে পূরণ করতে পারেকেননা ইসলামী অর্থনীতি মূল্যবোধনির্ভর একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, যে ব্যবস্থা নৈতিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং যে ব্যবস্থায় মানবকল্যাণের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে
ইসলামী অর্থনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের  শিক্ষায় ভরপুরএকে  যুগের পরিভাষায় বিশ্লষ্ট আকারে তুলো ধরার ক্ষেত্রে  ধর্মীয় নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেইসলামের মৌল দর্শন ও শিক্ষার আলোকে ইসলামী অর্থনীতির সফল বাস্তবায়নের জন্য ধর্মীয় নেতৃবৃন্দ, ইসলামী চিন্তাবিদ, ইসলামী অর্থনীতিবিদ এবং ওলামায়ে কিরামের সমন্বিত প্রচেষ্টা দরকার। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন।
সমাপ্ত

No comments:

Post a Comment