দর্শক সংখ্যা

Monday, March 4, 2013

রাসুল (সাঃ) এর অবমাননার প্রতিবাদে- আওয়ামী সরকারের নির্যাতন চিত্র-১

সরকারের প্রত্যক্ষ মদদে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গণহত্যা চালাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজ এমন এক সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যখন নাস্তিক্যবাদী আওয়ামী দুঃস্বাশনের ভয়াল থাবায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্ন। যখন বিপন্ন বিশ্ব মানবতার ধর্ম ইসলাম। আজ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দিনদিন বেড়ে যাচ্ছে ফ্যাসিবাদের আস্ফালন। জঘন্যভাবে কুৎসা ছড়ানো হচ্ছে মহান আল্লাহ, কুরআন, প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে । একদিকে ইসলামের নামে কুৎসা রটানোর জন্য দেয়া হচ্ছে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা, অন্য দিকে ইসলামের বাণী প্রচারের জন্য দেয়া হচ্ছে ফাঁসির আদেশ। প্রিয় দেশবাসী, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন প্রক্রিয়া শুরুর সময় থেকেই দেশ-বিদেশের মানুষের কাছে প্রহসন মঞ্চ হিসেবে আখ্যায়িত হয়ে আসছে। সর্বমহল থেকে এই ট্রাইবুনাল বন্ধ করে ইসলামপ্রিয়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মুক্তি দেয়ার জন্য জোর দাবী উঠলেও এই সৈরাচারী নাস্তিক সরকার ট্রাইবুনাল বাতিল না করে তার মাস্টার প্লান বাস্তবায়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ফ্যাসিষ্ট সরকারের সাজানো রায় প্রদান করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে ক্রুআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করে এই নাস্তিক সরকার জিঘাংসার বহিপ্রকাশ
ঘটিয়েছে। আজকের গ্রেফতারকৃত নেতৃবৃন্দ বিগত জোট সরকারের আমলে সততার সাথে মন্ত্রণালয় পরিচালনা করে নজির স্থাপন করেছেন। এভাবে যদি পরীক্ষিত সৎ নেতাদের নির্যাতিত হতে হয় তাহলে দেশ সৎ নেতাশুন্য হয়ে পড়বে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আজ আপনাদের কাছে দিবালোকের ন্যায় সত্য- কেন এই সরকার ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। নাস্তিক্যবাদী আওয়ামী সরকার ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দেয়ার মাধ্যমে ৯২ শতাংশ মুসলমানের দেশ থেকে ইসলামকে মুছে ফেলার মাস্টার প্লান নিয়ে এগিয়ে যাচ্ছে। যার প্রমান আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। বোরকা পরিহিতা মা-বোনদের বোরকা কেড়ে নেয়া হচ্ছে, পিতার বয়সী মুরুব্বীদের দাড়ি ধরে মারা হচ্ছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তালা মারা হয়েছে। সংবিধান থেকে ‘ইসলাম’কে মুছে ফেলা হয়েছে। কুরআন তিলাওয়াতও নিষিদ্ধ করা হচ্ছে। ইসলামপ্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দেয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্রের রায় আমরা ঘৃণা ভরে প্রত্যাখান করেছি। দেশের ও সারাবিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানও এই রায় ঘৃণাভরে প্রত্যাখান করেছে। রায় পরবর্তী সময়ে সারাদেশে ব্যাপক ভাবে সর্বস্তরের জনতার ফুঁসে উঠার মাধ্যমে এই সত্য সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে- রায় পরবর্তী সময়ে সারাদেশে স্বতস্ফুর্তভাবে সর্বস্তরের জনগন, নারী-পুরুষ নির্বিশেষে, কীভাবে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। এখন সরকার যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে ভুল করে, তাহলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়া স্বাভাবিক। ভয়াবহ কোন পরিস্থিতি কখনোই সরকার ও দেশের জন্য কল্যাণকর হয়নি, হবেও না। সরকার শান্তিপ্রিয় বিক্ষুদ্ধ জনতার আবেগকে প্রশমিত করতে উদ্যোগ নেয়ার পরিবর্তে র‌্যাব, বিজিবি, পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে ইসলামপ্রিয় মানুষদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। সরকারের নির্দেশে ও প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনী ২৮ ফেব্রুয়ারি ন্যাক্কারজনক গণহত্যা চালিয়েছে। একদিনেই ৭৭ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকেও আইন-শৃঙ্খলা বাহিনী সারাদেশে একইভাবে ২৭জনকে হত্যা করেছে। স্বাধীনতার পর এত বড় গণহত্যা কখনো সংঘটিত হয়নি। শুধু এই তিন মাসে পুলিশ গুলি চালিয়ে ১২৯ ইসলামপ্রিয় জনতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছেন হাজারো ইসলামপ্রিয় মানুষ। সম্মানিত দেশবাসী, দেশের বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আহমদ শফী, মাওলানা আহমদুল্লাহ আশরাফ এবং মাওলানা আব্দুল লতিফ নেজামীসহ সর্বস্তরের আলেম সমাজের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। আমরা হিটলার, চেঙ্গিস ও মুজিবের রক্ষীবাহিনীর হত্যাযজ্ঞের ইতিহাস পড়েছি। কিন্তু শেখ হাসিনার হত্যাযজ্ঞের ইতিহাস সকল কিছুই অতিক্রম করতে চলেছে। আজ আমাদের দুর্ভাগ্য, আমাদের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভারতীয় বিএসএফ’র বর্বরতাকেও হার মানিয়েছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, অমানুষিক নির্যাতন ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যা গুম করে কেউ কখনো রাষ্ট্র ক্ষমতায় টিকতে পারেনি। আপনারাও পারবেননা ইনশাআল্লাহ। আপনাদের জন্য ভয়াবহ পরিণিতি অপেক্ষা করছে। আগুন নিয়ে খেলা বন্ধ করুন। নইলে সেই আগুনে নিজেরাই পুড়ে ধ্বংস হয়ে যাবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইদেরকে বলবো, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং জনসেবাই আপনাদের প্রথম ও প্রধান কাজ। কোন ক্ষমতাসীন দলের দলীয় সন্ত্রাসীতে পরিণত হবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা কোথাও বাড়াবাড়ি করিনি। যেখানে আমাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়া হয়নি সেখানে কোন বিশৃঙ্খলা ঘটেনি। আপনারাই এর সাক্ষী। কিন্তু অগণতান্ত্রিকভাবে যেখানে বাঁধা দেয়া হয়েছে, গুলি চালানো হয়েছে, সেখানেই কেবল বিশৃঙ্খলা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আমরা আপনাদের বন্ধু মনে করি। আর যদি আপনারা আমার ভাইয়ের উপর গুলি চালান তাহলে আপনাদের সতর্ক করে বলছি, আপনাদের অতি উৎসাহী সদস্যরা যেভাবে জনতার ওপর নির্যাতন করেছে তার ছবি ও ভিডিও ফুটেজ জনগণের হাতে আছে। সময় মতো জনগনের কাছে এর জন্য অবশ্যই জবাবদীহি করতে হবে। প্রিয় দেশবাসী, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কিছু গণমাধ্যম সরাসরি সরকারের দালালে পরিণত হয়েছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা জাতিকে বিভ্রান্ত করছে। সংখ্যালঘুদের বাসা ও উপাসনালয়ে হামলা, দোকানপাট লুট ও অগ্নি সংযোগের সাথে জামায়াত-শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। এসব সংবাদ পরিবেশনের আড়ালে তারা চায় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী হোক। আমরা চ্যালেঞ্জ করতে পারি, এ ধরণের ঘটনার সাথে অতীতেও জামায়াত শিবিরের কোন সম্পর্ক ছিল না, বর্তমানেও নেই। যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে সরকারি গোয়েন্দা বাহিনী এবং সরকারি দলের ক্যাডাররাই এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। যা ইতোমধ্যে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ভাঙ্গার মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ২২ ফেব্রুয়ারি ২০১৩ শুক্রবার নাস্তিক ব্লগার ও শাহবাগীদের বিরুদ্ধে সারাদেশে ধর্মপ্রাণ মসুল্লিদের বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পতাকা, জায়নামাজ পোড়ানো ও শহীদ মিনার ভাংচুর করা হয়েছে বলে কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশন করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শহীদ মিনার হলো ’৫২-র ভাষা আন্দোলনে আতœদানকারী শহীদ ভাইদের স্মৃতি স্তম্ভ। দুঃখজনকভাবে দেশের বিভিন্ন জায়গার শহীদ মিনারগুলোতে কিছু বামপন্থী ও নাস্তিকদের নেতৃত্বে তথাকথিত গণজাগরণ মঞ্চের নামে ছেলে-মেয়ে একসাথে করে আনন্দ ফুর্তি করার মঞ্চ স্থাপন করা হয়েছে। যাতে শহীদ মিনারের মর্যাদা ভীষনভাবে ক্ষুন্ন হয়েছে। দেশপ্রেমিক ও বিবেকবান জনতা কোন ভাবেই এটা মেনে নিতে পারেনি। দেশপ্রেমিক বিক্ষুদ্ধ জনতা শহীদ মিনার থেকে এই মঞ্চগুলোকে ভেঙ্গে সরিয়ে ফেলেছে। কিন্তু কোথাও কোন শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেনি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, জায়নামাজ ও জাতীয় পতাকা পোড়ানোর কোন ঘটনা ঘটেনি এবং তা কোন গণমাধ্যম দেখাতে পারবে না। বরং শাহবাগ চত্ত্বর থেকেই প্রতিনিয়ত জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও তথাকথিত প্রজন্ম চত্ত্বরে তা মানা হচ্ছে না। যত্রতত্রভাবে জাতীয় পতাকাকে ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র সরকারের নির্দেশেই সারাদেশে একযোগে জাতীয় পতাকা উত্তোলনের বিধিনিষেধ থাকলেও বর্তমানে শাহবাগীরা সারাদেশে একযোগে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিচ্ছে। যার ফলে জনগনের মনে এখন প্রশ্ন উঠেছে, শাহবাগ প্যারালাল কোন রাষ্ট্র কি না ? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিক বন্ধুদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। সাংবাদিক ভাইদের বলছি, মনে রাখবেন, আজকে যাদের দালালি করছেন তারা চিরদিন ক্ষমতায় থাকবে না । সুতরাং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখুন। আজ কিছু গণমাধ্যম ও সংবাদকর্মীর সত্য গোপন করা ও মিথ্যার আশ্রয় নেয়ার বিপরীতে সময়ের সাহসী কলম সৈনিক দৈনিক আমারদেশ পত্রিকার নির্যাতিত ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান যখন সত্য প্রকাশে আপোসহীন ভুমিকা পালন করছেন, তখন সরকার প্রতিহিংসার বশবর্তি হয়ে তাঁর সত্য কলমকে অগণতান্ত্রিকভাবে শৃঙ্খলিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় শান্তিকামী ভাই ও বোনেরা শত জুলুম-নিপিড়ন, পঙ্গুত্ব, শাহাদাত, গ্রেফতার, হামলা, মামলা, গুলিবর্ষণ কোন কিছুই থামাতে পারেনি সত্যের অগ্রযাত্রাকে। ভীত-সন্ত্রস্ত করতে পারেনি আল্লাহর দ্বীনের এই পথিকদের। বরং আমাদের প্রিয় এই দেশ, জাতি, ইসলাম ও ইসলামী আন্দোলন যখন চরম সংকটে আবর্তিত, দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা যখন জেলখানায় সরকারের অন্যায় সিদ্ধান্তের প্রহর গুনছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তখন দেশ, জাতি ও ইসলাম রক্ষায় দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ছাত্রসমাজ ও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলাম যখন গভীর সংকটে আবর্তিত, তখন এই প্রিয় মাতৃভুমিকে বাঁচানোর জন্য সর্বস্তরের জনগনকে রাজপথে নেমে আসার উদাত্ত আহবান জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটবে। এ ক্ষেত্রে আমরা পেশাদারিত্বসহ আমাদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা জানি ‘সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন’। আর এটাও বিশ্বাস করি যে, সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সেই চূড়ান্ত বিজয়ের জন্য আমরা আন্দোলন শুরু করেছি। বিজয় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে, ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment